মানুষ যদি শব্দ শোনে
কাঁদার শব্দ  হচ্ছে যার
দুয়োরানী
সুয়োরানী
চাকরানী
আসবে এরা সঙ্গে তার।

এখন তুমি কান্না শুনে
বলছ  নাকে কান্না কার
মানবতা
নীরবতা
চতুরতা
বুকের মাঝে হচ্ছে ভার।

অনেক শব্দ শুনে শুনে
করুন  শব্দ চেনা ভার
চুপিচুপি
বহুরূপী
কারচুপি
আসবে এরা সঙ্গে তার।

________________