সবাই যদি জ্যোৎস্না পান করে
মুখ ঢাকে সোনালি চাঁদের কোলে
কে তাহলে আঁধারের এই সব মণি মুক্তো
বুকে স্থান দেবে ?
গুনে যাবে রাতের গর্ভে অসংখ্য তারকা ?
কে দেখবে আঁধারের কোলেও
শোভা পায় সুনীল অটবী ?
ওগো চাঁদ , সোনালি রূপের মেয়ে চাঁদ ,
তুমি আর জ্যোৎস্না ঢেলে দিয়ে
সাজাবে না পৃথিবীকে তমিস্রার বুকে ।
মানুষকে বুঝতে দাও আঁধারের অপার মহিমা
তুমি না বোঝালে কে বোঝাবে আর ?
জানি আমি জ্যোৎস্না পান করা খুবই সহজ
তবু আঁধারের অভ্যন্তরে চিরকাল
যে আলোক জাজ্বল্যমান তাকে তুমি ঢাকা দিতে পেরেছ কখনো ?
অনাদি অনন্তকাল ধরে মানুষের মনে স্তব্ধ হয়ে আছে আঁধারের ভীতি
তবু তুমি আঁধারের রূপ মুছে দিতে
পারো নি কখনো ।
*************************