মানুষ আর কতক্ষণ ঘুমোবে এই শীতে ?
সারাটা জীবন অনেক শুয়েছে
এবার জেগে ওঠার পালা ।
একা সূর্য ভাঙ্গাচোরা মেঘের আড়ালে
আর কতদিন তাপ দিতে পারে ?
মৃত্যুর পদরেখা দেখে তাপ বিকিরণ
করতে করতে সেও বড় ক্লান্ত মনে হয় ,
শীতকাল থেকে গেল চিরকাল ।
আমিও জন্ম জন্মান্তর ধরে ঘুমিয়ে রয়েছি
কতবার মরে গেছি শীতে
তবু জেগে উঠে সূর্যের উত্তাপটুকূ
হাত বাড়িয়ে ছোঁয়ার চেষ্টাও করিনি কখনো ।
শীতকাল থেকে গেল বলে কত জন্ম ধরে
নিরুত্তাপ নিঃশ্বাস পড়েছে ।
মানুষ আর কতক্ষণ ঘুমোবে এই শীতে ?
একা সূর্য আর কতদিন তাপ দিতে পারে ?
*****************************