এখন বেশ বুঝতে পারি
রাতে বিছানায় শুয়ে বাবা কেন মা কে
তাড়া দিত , “শুনছ , বাচ্চাটা কী ঘুমল ?”
আসলে বাবাও চেয়েছিল
অন্য মনুষ্যনামক প্রাণীদের মতো
আদিম অন্ধকারে ডুবে থাকতে
চেয়েছিল নাভিঘূর্ণি দেহের উল্লাস ক্ষণকাল ।
কে আর শিশুত্ব চায় ?
শিশুত্বের হাত ধরে দেবত্বের দিকে যেতে
অপার পিপিাসা জাগে কার ?
বিসর্জিত দেহসুখ রাখে কার কাছে ?
তবে পড়েছি একজন শিশুদের ঘুমতে বলেননি , বলেছিলেন জেগে থাকতে সারাক্ষণ
এই দেহ মনের চারপাশে ।
ছড়িয়ে ছিটিয়ে তিনি চলে গেছেন এক লহমায়
ধন মান দেহসুখ না চেয়ে
শিশুত্বের হাত ধরে দেবত্বের দিকে
তিনি আমাদের বড় প্রিয় রামকৃষ্ণ দেব ।
**************************