শিশুকে রং দিও না
গালে মুখে মাখিও না রং
শিশুকে স্বাভাবিকতাই মানায়
উলঙ্গ মানায়।
উজ্জ্বল সকালের দ্যোতনা শিশু
রং মাখিয়ে ঢেকে দাও কেন কলঙ্কের
কৃত্রিম পিরিচে?
আমার বড়ো খারাপ লাগে
অসহ্য লাগে শিশুকে রং মাখাতে দেখলে।
শিশুর মনের রং কী কিছু কম আছে?
আজো আলো বাতাস আর মানুষের ক্ষয়িষ্ণু
সকাল শিশুকে চেপে ধরেনি
পারলে শিশুর মনের রং নিজেরা মাখো।