শোক পারে উষ্ণ অভিশাপে
ধুয়ে দিতে কোটি জন্মের মলিনতা ।
তেমন শোক পেলে আমি মাথা পেতে নেব
নির্বাক পথের মাঝে নির্লিপ্ত শরীরে
জ্বেলে দেব অশরীরী  দীপ ।
যেমন নিঃশব্দ ডিমের ভিতরে
বাস করে সশব্দ জীবনের মুক্তির উল্লাস ।
সেই শোক উত্তাল শহরের বুকে এনে দিতে পারে স্তিতধীর অহেতুক প্রাণের উচ্ছ্বাস ।
তেমন শোক পেলে শতবার মরে যেতে রাজি
শুধু মরার আগে হাত পা সেঁকে নিয়ে
শোকের সেই উষ্ণ অভিশাপে
সাড়া দেব অবিমিশ্র সুখের আহ্বানে ।

*********************