ছিল না নরম রোদ
রাস্তায় অবরোধ
ঘুমিয়েছে পথপাশে যারা
তাদের করুণ ছায়া
জাগায় এখনো মায়া
নগ্ন পায়ে হেঁটে গেছে তারা ।
দর্পণে তাদের মুখ
বিম্বিত করেনি সুখ
শুনেছিল না পাওয়ার ধ্বনি
সেখানেই যাবো আজ
ফেলে রেখে সব কাজ
বৃষ্টি নেমে আসুক এখনই ।
পড়ে আছে সেই মাটি
চলো না সেখানে হাঁটি
যে মাটিতে চলে গেছে রথ
হৃদয়ের সব ছল
মুছে দিলে পাবে জল
বেদনার উজ্জ্বল শপথ ।
****************************************