যতটুকু দিতে পারো হাসিমুখে
তটুকুই তোমার নিজের ।
কাকে দিবে তুমি, কী আছে তোমার?
যা দাও.সবই তোমার কাছেই ফিরে আসে
বুমেরাং হয়ে,
ভালোবাসা উপেক্ষা ঘৃণা ফিসফাস ছলনার জাল।
যদিও জানি দুহাতে মেখেছো ধুলো
অবসাদে ভরে গেছে চোখ
শিয়রে তবুতো জেগে অভিমানী চাঁদ !
যতটুকু দিতে পারো হৃদয় নিংড়ে দিয়ে
ততটুকুই এ জীবনে দাবি
সেটুকুই তোমার নিজের।
***