অর্থ কীর্তি স্বচ্ছলতা মানুষের শেষ ইচ্ছা হলে
আসব না ফিরে আর খরস্রোতা নদীটির তীরে
বাতাসে বারুদ গন্ধ গায়ে মেখে ক্ষতস্থানে ক্ষত
মানুষ ডুবেই থাকে অন্ধকারে সীমা নেই যার
আমাকে পাবে না কেউ হয়তো বা শেষ জন্ম আমার।
হিংসাদীর্ণ পৃথিবীতে রক্তমাখা রক্তের মানুষ
যেখানে আগুন জ্বলে সেখানেই নির্জন প্রান্তর
নিভে যায় যত দ্বেষ বালুতট করে হাহাকার
মানুষের জন্ম হবে পৃথিবীতে স্থান নেই যার
আমি সেই পুণ্যবান হয়তো বা শেষ জন্ম আমার।
দেখেছি নির্মম খেলা অর্থ চায় মনুষ এখানে
কি হবে ফিরে এসে দাবানল জ্বলছে যেখানে
শুধুতো দগ্ধ হওয়া ছাইগুলো উড়ে যায় ঝড়ে
আমি একা থেকে যাবো মৃত্যুহীন মৃত্যুরওপার
আসব না ফিরে আর হয়তো বা শেষ জন্ম আমার।
*******************