কথার ধারের কাছে মেয়েটির ডানা
ছিঁড়ে গেছে কালসন্ধ্যাবেলা ।
কে যেন ছিঁড়ে দিয়ে গেছে তার
শ্বেত বাহুদুটি  ।
আঘাতক্লিষ্ট শরীরে তার ঘোর অমানিশা ।
আমি শুধু গর্ভিণী নারীর মতো
মেঘগুলি দেখেছি তার চোখে
বর্ষণোন্মুখ স্তব্ধ গম্ভীর বিষাদে ।
বলেছি তাকে মা , দিয়েছ অনেক তুমি
যুবকটির মিথ্যা কথা শুনে
প্রেমের শরীরী রূপের কাছে মেনেছ যে হার
দেহের পশরা সাজিয়ে সেখানে যেও না তুমি আর ।

*****************************