মরিনি এখনো
মাটিতেই মুখ থুবড়ে পড়ে আছি
আকাশে বাতাসে ভাসে আমার
সেই চেনা বাল্যকাল ।
আসলে হারায়নি কিছুই
সবই থেকে গেছে মাটির গভীরে
কে আর কান পেতে শোনে ?
সকলের চোখে পড়ে সবুজ পাতার বুকে
রাশি রাশি ফুল আর ফল
অথচ মাটিতেই শুয়ে আছে
শেকড়ের কান্নার মতো আমাদের বাল্যকাল
স্বর্গের সৌরভ ।
চঞ্চল কাকের ডানা থেকে ঝরে পড়ে
অজস্র ফুলের রেনুকণা
কে আর কুড়িয়ে রাখি বলো ?
তার ঘ্রাণ নিতে মুখ থুবড়ে পড়ে আছি
মরিনি এখনো
শুধু নিদাঘের সূর্যের কিরণে
শুকিয়ে গিয়েছে সরসতা ।
*******************