মানুষকে ভালোবাসার  মতো সাহস কই ?
সাহস গিয়েছে ভেসে জলে
তবু যেখানে যাবার ছিল সেখানে যাবোই
আমাকে পাবে না কেউ চুম্বনের ছলে ।

সময় সহজ হলে সহজেই খুলে যেত পথ
ছড়িয়ে ছিটিয়ে দিয়ে পাওয়া যেত সুখ
যে কামনা বিস্ময়ের তারও থামান যেত রথ
জানা যেত কেন আজ মানুষের ফেটে যায় বুক।

যদিও রাতের গর্ভে মিশে আছে সবটুকু সুখ
তবু হৃদয়ের সব তারে বাসনার সুর কই ?
ভালোবাসা দিয়ে যাবো সেই পথে হৃদয় উন্মুখ
সব ফেলে একা আমি সেখানে যাবোই ।

****************************