আমার সর্বাঙ্গে আজ মৃত্যু শুয়ে আছে
আমার মনের মাঝে শোক শুয়ে আছে
আমার জীবনজুড়ে ভয় শুয়ে আছে
শুধু হাসিটুকু থমকে গেছে
মৌটুসি পাখিটির মতো ফুলের ডগায় ।
হাসি মানে অট্টহাসি নয়
মৃদু মৃদু দুঃখের স্তব
আমার নয় বাবার
বড় সুখ আর আনন্দের দিনেও
বাবা গাইতেন ,“ হরি দুখ দাও যে জনারে ”।
সেই কণ্ঠস্বর সারা দেহে লেগে আছে আজও
মুখে ফেলা এত কী সহজ ?
*************************