এখন পথে কোন মেয়েকে দেখলে
মন থেকে শাস্তির কথা উঠে আসে
মনে হয় মেয়েটি কারো কাছ থেকে শাস্তি পেয়েছে ।
হয়তো এমনও হতে পারে এ আমারই শাস্তি
তা নাহলে মেয়ে দেখলেই কষ্টের কথা মনে পড়ে কেন ?
যে শাস্তি মনের গভীরে পেঁচিয়ে রয়েছে
তাকে আজও খুলতে পারিনি ।
নির্জনে আমাকে এখন ভর্ত্সনা করে
এই সুদৃশ্য অট্টালিকা
সেখানেও দেখি আমি শাস্তি আর ভয় ,
তখন হাচ্ছানি দেয় পল্লীর ক্লিন্ন লোকালয় ।
কার কাছ থেকে শাস্তি নেমে আসে ?
এ প্রশ্নের উত্তর খুঁজে চিরকাল
ক্ষত বিক্ষত হয়েছি আমি ।
কতটুকু শাস্তি পেলে সেই শাস্তি
মানুষের মনে ফুল হয়ে ফুটতে পারে
হয়তো সে হিসেব করেনি ঈশ্বর ।
**************************