সম্পর্ক ছিন্ন যদি করে গেলে
সর্বস্ব ছিন্ন করো
গর্ভে ধারণ করে নিয়ে গেলে কেন আমার সন্তান
আমার সততা?
পড়ে আছে কেবল ব্যর্থতা
দেয়ালের গায়ে লতাটির মতো
পর্যুদস্ত হয়ে গেল জীবন আমার
শুধু রেখে গেলে হৃদয়ের ক্ষত।
যদি গেলে নিয়ে গেলে কেন?
ছিন্ন করে গেলে যদি সর্বস্ব ছিন্ন করো
যেন কোনদিন আর না পাই দেখা
একা থাকবো, বেশ একা একা।