বাবা স্নান সেরে পায়ের ওপরে পা দোলাচ্ছেন
এক একবার মা কে বলছেন ,
“ তাড়াতাড়ি খেতে দাও
সংসারে তুমি কী এমন কাজ করো ?”
মা কে দেখেছি বাবার বকুনির কাছে
নির্জনে পরাভব স্বীকার করে মাথা নুইয়ে দিতে । মুচকি হেসে মা ভাতের থালা এগিয়ে দিয়ে
বলেন , “ খেয়ে নাও , আমাকে উদ্ধার করো । ”
আমি তার সন্তান মনে মনে বলি
মাগো কী করে আবর্জনা সরিয়ে
সংসারের জীর্ণতার বুকে ভালোবাসার
প্রক্ষালন দেখো ?”
আমি মোক্ষ মুক্তি চাই না
তোমার গর্ভে আবার জন্ম নিয়ে
ভালোবাসা শিখে নিতে চাই ।
*********************