মানুষ বলে না কথা
নির্বাক পুতুলের মতো
কার অঙ্গুলিহেলনে সে নাচে ?
সময় কথা বলে
জীবনের যত কথা
কিংবা কিছু কথার ছলনা ।
ভোরের আদুরে কথাগুলি
মানুষের বিষদাঁতে লেগে
কখন কিভাবে যে ধারালো অস্ত্রের মতো
বুকে এসে লাগে আজও অজানা ।
মানুষ তো সময়ের দাস
সবই সে ফেলে রেখে যায়
অকস্মাৎ  ঝড়ের সংকেতে ।
পুতুলেরা পড়ে থাকে সময়ের কোলে
সময়ই কথা বলে
কখনো বা অশনি সংকেতে
স্মরণ করিয়ে দেয় দেহাতীত সুখের জগৎ ।

**************************