সহ্য করো মা
সন্তানের রিরংসাজাত চেতনায়
অশ্রুস্নাত হয়নি এখনও মধ্যাহ্নের আবিল বাতাস।
গদিলোভে অর্থলোভে দলকে উর্ধ্বে তুলে ধরে
তারা সব পথভ্রষ্ট উন্মত্ত পথিক।
তুমি আজ রক্ত মাংসের মায়ের মতো নও
মাটি শুধু , মানচিত্রে আঁকা যেন
দু চারটি রেখা
তারা ঠিক পাবে দেখা
তোমার বুকেতে কান পেতে
দেশ মানে রক্ত অশ্রু, দেশ মানে বুভুক্ষুর রুটি
যেখানে রয়েছে পড়ে তোমার পায়ের চিহ্ন দুটি।
তাদের আস্ফালনেই লুকিয়ে রয়েছে পতনের বীজ
একদিন বুঝবে তারা সব আস্ফালন
পতনের চিহ্ন রেখে যায়
ততদিন সহ্য করো মা।
**********************