ছোট দুটি শিশু রেখে যার স্বামী মরে গেল
সেই নারী জানে কতগুলি বুকের পাথর
বুকেই সচল হয়ে আছে
কী অশান্ত ব্যথা রেখে গেছে ।
তার কাছে সংসারের সুখের যত কথা
শুধু নীরবতা ।
চারপাশে ধাবমান উৎকর্ণ চরাচর
অথচ সেই নারী ঘরের এক কোণে
পাথরের মতো পাথরের পাশে বসে
সারারাত সচল পাথর শুধু গুনে ।
ছোট দুটি শিশু রেখে যার স্বামী মরে গেল
সেই নারী জানে
পাথরের মানে
কী করে অসীম শূন্যে ভাসে জীবনের গান
অকস্মাৎ হারানো স্রোতের ব্যাখ্যান ।
আমরা দেখছি রোজ পাথর নিশ্চল
কিন্তু পাথরও সচল
কখনো কখনো কথা বলে মূক আর বধিরের কথা
স্মরণ করিয়ে চলে এক অপূর্ব ব্যাপ্ত নীরবতা ।
*************************