হাঁটতে ভালোবাসি পিছন দিকে
অথচ সবাই দেখি আগে আগে চলেছে
লুব্ধ হয়ে প্রস্ফুটিত ফুলের সুবাসে ।
কাঁটাঝোপ কাউকে টানে না
এইসব নষ্টনীড় মানুষের মনে ।
সবাই পিছিয়ে যায় ।
বর্ষাণোন্মুখ মেঘগুলিও ফুলের বাগানে
বৃষ্টি ঝরিয়ে দিয়ে কাঁটাঝোপ দেখে
থমকে যায় স্তব্ধ গম্ভীর গভীর বিষাদে ।
একা আমি দৃষ্টি ফেলে পথের দুপাশে
খুঁজি আজও খেটে খাওয়া মানুষের
রক্ত অশ্রকণা
গ্রীষ্মের দাবদাহে সজল বর্ষার মেঘে
কিংবা কোন কুঁড়েঘরে
ভিজে যেতে অশ্রুর বিথারে ।
************************