সবাই কী ছেড়ে যেতে পারে?
এই গৃহস্থালি এইসব দিনরত্রি
ধাবমান সুখের কামনা
মরে গেলেই সব কী ছেড়ে যাওয়া যায়?
থেকে যায় বাসি ক্যালেন্ডারেরর সুরচিত দৃশ্যাবলীতে
আর লতায় পাতায়
ছেড়ে যাওয়া এতো কী সহজ?
অবিমিশ্র সুখের সন্ধানে সব ছেড়ে কে যেতে পারে?
যে গিয়েছে সেই বলতে পারে," মরণ রে তুঁহু
মম শ্যাম সমান।''
সবাই কী সেকথা বলতে পারে?
থেকে যায় নিয়ে যায় সাথে পরজন্মের পথের সম্বল।
যাবার সময়েও চোখ দুটি করে ছলছল।
সবাই কী ছেড়ে যেতে পারে?