কৃষিক শ্রমিক কুলি মজুরদের জীবনের
সবাই একই কথা লিখে গেল।
এদের দুঃখ কষ্টের শেষ নেই
এরা বঞ্চিত নিপীড়িত
এরা বুভুক্ষু
এদের চোখের জল ঝরে পড়ে পথের ধুলায়
বড়ো একপেশে বর্ণনা !
এরপরে আমি অন্য কিছু লিখি শোনো,
এরাও গান গায়,
যে সুখ অর্থে নেই,সেই সুখ ভরে আছে
এদের জীবনের আশেপাশে
শত কষ্টেও জীবনকে এরা ভালোবাসে।
সেই আলো,সেই ভালোবাসা
সেই অল্প চাওয়া
অভাবেও সুখে গান গাওয়া
কাদের জীবনে আছে ?
চলো সেই জীবনকে দেখি
যেখানে ভাঙ্গা দেওয়ালের ফাটল দিয়ে
সূর্যালোক পড়েছে মেঝেতে।