রুটি মানে জানি রক্ত অশ্রু ঘাম
মাটিই জানল ফসলের কত দাম ।
ঘাম মানে তো শরীরের সব জল
সব গেছে তার ভিটেমাটি সম্বল ।
সম্বল আজও ধনীর পকেটে যায়
গরীবের ঘরে নুন আনতে পান্তা ফুরায় ।
পান্তা খেয়েই মুখ গুঁজে বেঁচে থাকা
রুটির আওয়াজে সব বুলি হয় ফাঁকা ।
ফাঁকা বুলিকেই মনে করে যারা গান
সুখে থাকে তারা তবুত্ত আজকে ম্লান ।
*************************