উদ্ধত রাতের মতো সারাদিন সারারাত রেনকোট পরে থাকতে দেখে
ডাক্তার মুখ বিকৃত করে জানিয়ে দিলেন
এ রকম অদ্ভুত অসুখ  পৃথিবীতে কারও হয়নি ।
পরে এম. আর . আই. স্ক্যান এর রিপোর্ট দেখে
উৎফুল্ল হয়ে বললেন , " যা ভেবেছিলাম তাই
আপনার হাড়ে মাসে জড়ানো ফুল আর ফুল
আপনি কী বৃষ্টির সময়ে ফুলগুলিকে
রেনকোট দিয়ে আড়াল করে রাখতেন ?"
হতেও পারে , একথা বলেই বাড়ি ফিরে আসি ।
কাকে বোঝাবো এ রেনকোট নয় , এ আমার অহংকার
হাত থেকে পড়ে যাওয়া কাঁসার শব্দের মতো
হৃদয়ের অস্ফুট ঝংকার ।
রেনকোট দিয়ে আড়াল করেছি
তবে ফুল আর বৃষ্টিকে নয়
মানুষের  বিষবাণ ফিসফাস কথার ছলনা ।
অমৃতের সন্ধানে যাবো বলে
আজন্ম-লালিত ভীরু এ আমার গোপন অভীপ্সা ।

***************************