রাত, কথা শোনো
ভোরের পাখির স্বর শুনতে পাচ্ছি
তোমাকেতো যেতেই হবে
কতক্ষণ ঢেকে রাখবে স্ফুরিত সকাল
কালো ডানা দিয়ে আর !
যেতেতো হবেই
কথা শোনো, চুপি চুপি চলে যাও
এরপরে আলো এসে খুলে দেবে
উঠোনের জামগাছে সাঁটা আছে
আঁধারের যে নোটিশ।
মানুষ জেগে উঠে কাজে যাবে
রাত, কথা শোনো এরপরে যাও।