আকাশে কত শত অমবস্যার রাত ছড়িয়ে রয়েছে
আমি তবু আবেগপ্রবণ হয়ে শুনি
অপসৃয়মাণ আলোকের মৃদু কলেোচ্ছ্বাসে
নূপুর নিক্কণে সেই মেয়ে ফিরে ফিরে আসে।
সেও কী আমার মতো পূর্ণিমার রাতের ভিখারী?
আঁধারে ছড়িয়ে এলোচুল, মেলে দিয়ে উদ্ভিন্ন যৌবন?

সেও কী আমার মতো অপেক্ষাপ্রবণ?

                        ***