হরিপদ দাঁড়িয়ে পড়লো।
বরং বলা ভালো সময়ের বুকে
দাঁড়িয়ে পড়ার তার সময় হয়েছিলো।
আমরা সবাই ছুটছি প্রতীক্ষা করছি
দাঁড়িয়ে পড়ার জন্য,
যতদিন বৃক্ষের সেই সাহস নিশ্চলতার
মানে না বুঝি ততদিন ছুটছি
মাছের নির্জন চোখে যে সকাল থমকে আছে
তাকে ধরার জন্য
কিংবা স্থবির শকুন ভাগাড় দেখেও
যেমন নড়তে পারে না
ঠিক সেই রকম।
হরিপদরও সেই প্রতীক্ষা শেষ হলো
দাঁড়িয়ে পড়লো।
****