মানুষের জীবনটা এক গভীর প্রশ্ন
কেউ এর উত্তর খুঁজে পায় অনেকেই পায় না ।
উত্তর খুঁজতে গিয়ে কেউ ভালোবাসছে
কেউ করছে ঘৃণা ।
কেউ ভাঙ্গছে কেউ গড়ছে
আমি হাসছি
তুমি কাঁদছ
কিংবা তুমি হাসছ আমি কাঁদছি
এই হাসি কান্না ভালোবাসা ঘৃণার রূপ সংসার ।
গড়ে উঠছে সংসার সমাজ
গড়ে উঠছে গড়ে উঠছে গড়ে উঠছে
এই ভাঙ্গা গড়ার শেষ নেই ।
অথচ মানুষ প্রশ্নের উত্তর খুঁজতে ভুলে যায়
তবু কেউ নগ্ন পায়ে এগিয়ে যায়
পাহাড়ের দিকে ছায়ার সন্ধানে ।
দেখে বলে কী অপূর্ব ছায়ার মহিমা
ছড়িয়ে রেখেছ তুমি হে ঈশ্বর গভীরে গোপনে ।
ছায়ার কোলে তার চোখে ঘুম নামে
পেয়ে যায় প্রশ্নের উত্তর ।
****************************