পৃথিবীতে ঈশ্বর নেই, সজাগ ঈশ্বরী
না না, তিনি আছেন শস্যের সম্ভারে
শিশুটির হাতের চামচে।
পৃথিবীর শেষ অপরাহ্নের রোদ্দুরে
জনারণ্যে হাত ধরাধরি করে
মূক বধির মানসিক প্রতিবন্ধী হয়ে
ঈশ্বর ঈশ্বরী দিগন্তের পথে হেঁটে যায়
পাশে থাকে ছায়াঘন নিবিড় বনানী।
তাঁদের পায়ের নিচে অন্তরীণ হয়ে আছে
বেদনার অপার মহিমা।
*****