পৃথিবীর বয়স বেড়েছে
পরিবর্তনের স্রোত বয়ে গেছে বুকে
তবু সে ঝরেনি এখনো ।
যে কৃষ্ণচূড়া দুটি তার বুকে খেলা করে
তাদের কোলের কাছে কখনো আসেনি ।
জিজ্ঞাসা করেছে কী কেমন আছো তোমরা ?
অথচ সেই তরুণীর বয়স বেড়েছে যদিও
তবু সে কৃষ্ণচূড়া দুটির শোভা দেখে
রাখে তার মায়াবী হাতের ছোঁয়া ।
লজ্জবতী লতাটির দেহে
তার আশাবরী বেজে ওঠে ।
লোলচর্ম বৃদ্ধটিও লাঠি রেখে
বুলিয়ে দেয় ছায়া আর মায়া
সন্তানের বুকে
শুধু লাজুক পৃথিবী নিশ্চল ।
শ্বেত গোলাপটিকেও আপন করেনি ।
*************************