তুমিও জেনেছো সুরভি কি অপার বেদনা আমার
পারিনি লিখতে বলে প্রেমের কবিতা ।
দুঃখ আর মৃত্যুর কবিতা লিখতে লিখতে
কতবার কলমের ডগা  থেকে রক্ত ঝরেছে ।
একটি প্রেমের কবিতা লিখবো বলে
ঈশ্বরের কাছে সুন্দর হৃদয় চেয়েছিলাম
সে দেখিয়েছিল নারী নয় ফুল পাখি ঘাস ,
কিন্তু আমার হৃদয় সেখানেও খুঁজে পেল
প্রকৃতির বুকে আজ উঠে নাভিশ্বাস ।
এরপরে হয়তো বা দুঃখ আর মৃত্যুর কোলে শুয়ে আমার দু একটি
নিষ্কলুষ প্রেমের কবিতা জন্ম নেবে ।
তুমিও জানো সুরভি দুঃখের বুকেই
হয়তো বা শেষ হবে প্রেমের সাধনা ।


******************************