প্রেমের গভীরে যে প্রেম রয়েছে
তাকে আমি জানি ।
তার গভীরে ঢুকে কিভাবে সর্বস্বান্ত হওয়া যায়
তাও আমি চিনি ।
একটু একটু করে সে গ্রাস করে
কাম
ক্রোধ
লোভ
মোহ ।
পিপাসায় বুক ফেটে গেলে
শোনার সময় নেই সেই আর্তনাদ ।
বুকের গভীরে সে ধ্যানমগ্ন পৃথিবীর
নিমন্ত্রণ বয়ে নিয়ে আসে ।
একে একে খসে পড়ে
দেহ
রক্ত
মাংস
স্বেদ ।
দেহাতীতের পথে ঢুকেই বুঝেছি
ধীরে ধীরে সব জ্বলে যায় ।
*****************************