মানুষটি-তো মরে গেছে সেই কবে
এখনও জ্বলছে শশ্মানের বুকে চিতা
সেও ফেলেছিল এই মাটিতেই শ্বাস
সেও বুঝি ছিল নিশ্চয় কারও পিতা ।

মরণ শরীরে রেখে গেছে তার দাগ
জীবনের কাছে সে ছিল সোনার খনি
চিতার দেহে জ্বলেনি স্নেহের তৃষা
জ্বলেনি তো প্রেম জ্বলছে আকাশমণি ।

তার ঘরে স্মৃতি হল বুঝি অবিনাশী
বাষ্প হয়নি স্নেহ প্রেম জলরাশি ।

*****************************