তোমার কোলে রয়েছে সেই মেয়ে
কোন পুরুষ চোখেও দেখেনি ।
তবুও সে বমি করে দেখে
ভয় কেন পেয়েছ জননী ?
বরং ওকে শেখাও এখনি
সন্তানের জন্ম দিয়ে দিয়ে
মনুষ্য সমাজ কিভাবে রক্তবমি করে ।
মেয়েটি সেখানেই থাক ।
সন্ধ্যা যুবতীর মতো সে প্রকৃতিকন্যা হয়ে
থাকুক চিরকাল ।
এখানে অনেক রোদ ছায়া নেই
সে এসে কোথায় ঘুমবে ?


**************************