ফুলটি ঝরে পড়ল
মাটির বুকে নেমে এল অনায়াসে
তার সেই ঝরে পড়া কতটা বেদনামথিত
সরলরেৈখিক কিনা বোঝা তো গেল না ।
মানুষের পতনও মাটির বুকে নামে
ধারণাতীত কোন বেদনার পথ বেয়ে
ঝরে পড়া ফুলের মতোই
রুক্ষতার স্বাদ রেখে যায় ।
আসলে উপরের দিকে নয়
নেমে আসে মাটিরই বুকে
মাটি হবে বলে ।
আমিও মাটিতেই মাটি হবো
পতনের শব্দ রেখে কোথাও যাবো না ।
*************************