শব্দ কিছু বুকের মাঝে জাগে
অনেক শব্দ শোনার সাধ্য নেই
রয়েছি বসে কার যে অনুরাগে
সব রয়েছে হারিয়ে গেছে সেই ।

কবে হল পতন আমার শুরু
এসেছি ফেলে কালের বুকে সব
এখন শুধু ভয়ের গুরু গুরু
জ্বলছি একা দেখছি রৌরব ।

সেই শব্দ শোনার যদি হত
বলে দিতাম আকাশ কোথায় শেষ
দেখতে পেতাম বুকের গভীর ক্ষত
থাকত  চেয়ে চাঁদও নির্নিমেষ ।

পতন এখন পারাবারের ঢেউ
কে গুনবে ? কাছেও নেই কেউ ।

**********************