কলকাতার সপ্তর্ষি প্রকাশনের হাত ধরে আমার প্রথম কাব্যগ্রন্থ "চোখে নীল মৃত্যু "প্রকাশিত হল ।আপনাদের শুভেচ্ছা ও ভালোবাসা আমার চলার পথের পাথেয় ।আপনাদের কাছ থেকে প্রেরণা পেয়েই আমি এই কাব্যগ্রন্থ লিখতে পেরেছি এবং আজ আলোর মুখ দেখেছে ।আমার কবিতার প্রতি আপনাদের ভালোবাসার অন্ত নেই ।কাব্যগ্রন্থটি পাওয়া যাবে কলকাতার বইমেলায় ২৫ শে জানুয়ারি থেকে সপ্তর্ষি প্রকাশনের ৪৯৪ নং স্টলে ।পরে অন লাইনে কোথায় পাওয়া যাবে জানাবো ।"চোখে নীল মৃত্যু "আপনাদের ভালোবাসার কাছে ঋণী ।এভাবেই আপনারা আমার পাশে থাকুন ।সকলের প্রতি অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা রইলো ।
আলোচনাটি ১০৪২ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়: ২৩/০১/২০১৭, ১১:৫৯ মি: