প্রথমে আসরের মাননীয় এডমিন মশাইকে আমার  প্রণাম জানাই ।তার প্রচেষ্টায় এই
আসর সমৃদ্ধ হয়েছে কবি বন্ধুদের মুখে ফুটে উঠেছে হাসি  ।এই আসরে কবিতা পড়ে আমার
মন আনন্দে ভরে উঠেছে ।কবি বন্ধুদের আমার আন্তরিক ভালোবাসা জানাই ।সকলের ভালোবাসা পেয়ে আমার জীবন ধন্য হয়েছে , একাকীত্ব দূর হয়ে জীবনে নেমে এসেছে উল্লাস ।

                আসরের কবি বন্ধুদের বানান ভুল সম্পর্কে কিছু কথা লিখছি ।


১।  অনেক কবি কবিতায় শব্দের মধ্যে 'র ' এর স্থলে 'ড়' লিখছেন যেখানে 'ড়'হবে
সেখানে 'র' লিখছেন । এই ভুল দেখে মনে হয় জিভের নীচে সুপুরি রাখতে হবে ।
একটু মজা করলাম । কবি বন্ধুরা সহজভাবে গ্রহণ করুন । এ বিষয়ে সচেতন থাকা
প্রয়োজন ।

২।  বানান ভুল কম বেশি অনেক কবির হয় সেটা বড় কথা নয় ,আমার বলার কথা
অন্যের কবিতায় বানান ভুলের সংশোধন করার আগে নিজের কোথাও ভুল
আছে কিনা সেদিকে প্রখর দৃষ্টি দিতে হবে ।

যেমন- কোন একজন কবির কবিতায় দু চারটে বানান ভুল দেখে স্থির থাকতে
না পেরে কর্তব্য-বোধের তাগিদে তার পাতায় কোন এক কবি  মন্তব্য দিলেন এই..এই বানাগুলো ঠিক-করুন । আমার চোখে পড়েছে তার দেওয়া সেই মন্তব্যটুকুর মধ্যেই বানান ভুল রয়েছে ।
শুধু তাই নয় তার কবিতা পড়েও দেখেছি দু  চারটে বানান ভুল আছে ।নিজের ভুলের দিকে
আগে দৃষ্টি দিতে হবে । ব্যাপারটা ভেবে দেখার বিষয়  ।

৩।  নিজের ভুল ,দোষ মানুষ যখন দেখতে শিখে তখন অন্যের ভুল দেখার চোখ বন্ধ
হয়ে যায় ,সেই সময় থাকে না ।
কোন একজন কবি নিজের বানানটি শুদ্ধ কি অশুদ্ধ তা না দেখেই অন্য একজন কবির
কবিতার পাতায়  মন্তব্য দিলেন  এই বানানটা দেখুন  । আমি দেখেছি  যিনি কবিতাটি
লিখেছেন তার বানানটি শুদ্ধ যিনি সংশোধন করলেন তার বানানটি অশুদ্ধ । হাসবো না কাঁদবো
ভেবে পাই না ।  এই পাণ্ডিত্যের  লেজ কবে খসবে ?

৪। আবার দেখা যায় নিজের ভুলকে স্বীকার করার মতো মানসিকতা , উদারতা কারো হয়তো
থাকে না । ভুল দেখিয়ে দিলে তার লজ্জা হয় ,আত্মসম্মানে আঘাত আসে এমনকি মনোমালিন্যেরও সৃষ্টি হয় ।যিনি ভুল দেখালেন তার পাতায় আর যান না ।


আমারও বানান-ভুল হয় ।তাই কারো বানান ভুল সংশোধন করার আগে  নিজের ভুল দেখার
চেষ্টা করি ।আমরা আসরে এসেছি কাব্যের রসাস্বাদ করতে । ভুল সংশোধন করার জন্য নয় ।
সকলেরই বুদ্ধি আছে । বানান ভুল সংশোধন করার দায়িত্ব নিজেকেই  নিতে হবে ।
তা না হলে দেখতে থাকুন
   বানান ভুলের ঘাড়ে বানান ভুলের নাচন
কে করবে ভুলের সংশোধন  ?
কিছু ভুল থাকলে আসরের কবি বন্ধুরা ক্ষমা করবেন  ।  

*******************************************************