ভালোবাসার কাছে পরাজয় স্বীকার করেছি
দেখেছি জ্যোৎস্নার ভিতরে দুরন্ত শিশুর মুখ
সেখানেই পরাজিত হয়ে স্তব্ধ হয়ে গেছি ।
চলে যাবো খেলাঘর ভেঙ্গে কোনদিন
এভাবে পরাজয় ঈপ্সিত ছিল না ।
তবু হেরেছি প্রেমের কাছে
হেরেছি শিশুর কাছে
হেরেছি মায়াবী সকালের কাছে আমি রোজ ।
অথচ কি দারুণ পিপাসা আমার
নগ্ন পায়ে হেঁটে যেতে মরুময় পথে
মৃগতৃষ্ণিকার মায়া ভেদ করে জয়ী হবো বলে ।
জেগে থাকি একা সারারাত
আমার পথের মাঝে দাঁড়িয়ে রয়েছে
ছায়াঘন প্রেমের মৌনীমহিমা
জীবনেরই আলোকসম্পাত ।
************************