ভালোবাসা চিনতে পারিনি বলে
প্লাবনের ঢেউ মনে হল
দু মুঠো মুড়ি খেয়ে শেষ সই দিয়ে আসি ।
সে তো গেল
জয়ী হল অভিমান
ফিরে আসার সময় দেখি ভালোবাসা কার্ফু জারি করেছে
ঘরে ঘরে চোখে পড়ে প্লাবনের ঢেউ ছল ছল
দূরে কোথায় বেজে চলে বেদনার বিষণ্ণ মাদল ।
এর পরে যদি পথে দেখা হয় কভু
বলবো ফেলে রেখে গেছ সব
সংসারও ভেঙ্গে খান খান
নিয়ে গেছ চুরি করে প্লাবনের ঢেউয়ে তবু
গর্ভস্থ আমার সন্তান ।

**************************