অনেক হারানোর যন্ত্রণার চেয়ে
অনেক পাওয়ার  পিছুটান এক একবার
অধিক যন্ত্রণা দেয়  , বড় বেশি বুকে বাজে ।
নেমে আসি ঘর ছেড়ে পথে
যাদের কোন পিছুটান নেই তাদের নিঃশ্বাস  
গায়ে লাগানোর জন্য ।
সেই মুহূর্তে সংসার  সমাজ বিষয় ও সন্তান
যায় রসাতলে ।
এই রাতে মনে হলো আমার মোটেই
পিছুটান নেই , নেই আর পাওয়ার বেদনা ।
এখন রাত , ওগো নারীর এলোচুলের মতো রাত , আমার বুকের কাছে
সর্বহারা মানুষের গল্প করো তুমি ।

****************************