নিজেকে গোপনে গভীরে আঘাত করতে জানতে হয়
ধ্বংস করতে জানতে হয়
ভিতর থেকে ভেঙ্গে ফেলতে জানতে হয়
বিপ্লবের জন্ম দিতে হলে।
সেই তিতিক্ষা থেকে ফুটে ওঠে ফুল
ছড়িয়ে পড়ে ফুলের সৌরভ।

                  ****