ওরে ছেলে ফিরে আয়
কেন যেতে ইচ্ছে করে সুন্দরী মেয়েটির কাছে?
বরং রোদটুকু গায়ে মেখে শুয়ে যাওয়া ভালো
নির্জনে একাকী ।
ওরে ছেলে তোরে  জানি করেছে উতলা
মেয়েটির সারা অঙ্গে রাতের মেখলা
কেন যাবি সেখানে আবার ?
ফিরে আয় ।
ধরা দিতে ইচ্ছে করে যদি
ঐ কুষ্ঠরোগীটির কাছে দিয়ে ধরা
ছিঁড়ে নিবি যুবতী চাঁদকে তুই ছলে বলে
অথবা কৌশলে ।
আজও আঁধারের স্তব্ধ মুঠোয়
সুন্দরীর সেই দেহ জ্বলে ।
ওরে ছেলে তার ঐ সুন্দর দেহের মাঝে ত্রাস
বুকে তার মায়াবী  আকাশ ।

***************************