গাছ ফুল ফল নয়,পশু পাখি নয়
মনুষ্য নামক প্রাণী তাও নয়
অনেক তপস্যার ফলে পাথর হয়েছি।
ছোট ছোট নুড়ি নয় এক বিশাল অনড়
জগদ্দল পাথর।
তবু জেনে রেখো কেউ ভুল করে
পিঠে পা রাখতে আসবে না
সেই পাথরের বুক চিরে বেরিয়ে আসবে
নৃসিংহ যাকে চুপ করে বসে থাকতে দেখেছি
বুকের ভিতরে।
মানুষের কাছে কাছে দিন রাত থেকে
বিরক্ত বিভ্রান্ত হয়েছি
পর্যুদস্ত হয়ে গেছে মানবিক বোধ।
এখন পাথর হয়েছি
এই পাথর হওয়াই জীবনের লক্ষ্যটুকু ছিল।