মানুষ আসে মানুষ ধীরে ধীরে আসে
মানুষ যায় মানুষ ক্ষিপ্রপায়ে দূরে চলে যায়
কিছুদিন পথের হদিশ খুঁজে ফেরা
যে পথ হারিয়ে গেছে পথে ও প্রবাসে
কেউ খুঁজে পায় কেউ পায় না কখনো।
তাই এই আসা
তাই চলে যাওয়া
মাঝখানে গাঢ় অন্ধকার
চেনা পথ তবুও চিরকাল অচেনা পড়ে থাকে।