ফিরে চলো নারী
সারাদিন রোদ মেখে কেটেছো পাহাড়
ভেঙ্গেছো পাথর ।
সন্ধ্যা হয়ে এল
তোমার  যদিও পাথরের প্রাণ
তবু তো ঘরে যেতে হবে ,
চোখ দুটি হয়ে গেছে লাল
কখন রোদে ঝলসে গেছে
ঐ দুটি আলোকিত  বিস্ফারিত গাল ।
চেয়ে দেখ  সন্ধ্যা হয়ে এলো
বাতাসেও ছড়ানো বারুদ
সন্তানের মুখ চেয়ে
স্তন থেকে ফোঁটা ফোঁটা ঝরে পড়ে দুধ ।
এবার ফিরে চলো নারী
এর বেশি কতটুকু সান্ত্বনা
তোমাকেও আমি  দিতে পারি ?

******************************