বহুদিন ধরে সেই পথ একটি পথিক খুঁজছে
যে পায় নির্জনে শিউলির গন্ধ
যে জানে তার মানে , ফেলে আসে
রাতের শব্দ শরীরের সশব্দ চিৎকারে ।
মানুষ রয়েছে যদিও তবু সেরকম
পথিক কোথায়?
সেই পথ বৃথাই আজও পেতে চায়
তেমন একটি পথিকের ইন্দ্রিয়াতীতের সান্নিধ্য ।
আমরাতো অনেক পথে হেঁটেছি
তবু সেই পথের পথিক হয়ে পাইনি আজও
শিউলির গন্ধ শুনিনি কখনো সময়ের পদধ্বনি
স্তব্ধ হতে মরণের জ্যান্ত শবাধারে ।
************************