মানুষ কেন যে আজ দূরে দূরে থাকে
হীরা  ছুঁড়ে কাঁচ বুকে করে
এবার বুঝেছি ।
দূরে সরে আমিও গিয়েছি ।
যে পাথর ছুঁড়েছ তুমি লেগেছে হৃদয়ে
হয়ে গেছে এ হৃদয় সোনা ,
অসীমের আকাঙ্ক্ষা  আজ
হদয়ের মাঝে জাগে শুধু ।
তুমিও বোঝোনি তা ছিল পরশপাথর
হয়ে গেছি সোনা , ভেঙ্গে গেছে ঘুম
সর্বাঙ্গে আমার আজ কে যেন ছড়িয়ে  গেছে
শিশির সিক্ত ভোরের কুসুম  ।

*****************************