অন্ধ প্রেমের গভীরে  শরীর কাঁদে
অভিসার শেষে আকাশ পড়েছে নুয়ে  

এখন উল্কা  চাঁদকে ফেলেছে ফাঁদে
পরকীয়া প্রেম কাঁপছে  সেখানে শুয়ে

দেহজ কান্না লুকায় বালুকা চুমি
বল্কল  পরে হাসছে ভারত ভূমি ।

************************