কড়াকানালি গ্রামে থাকে পঞ্চা সরেণ ।
যৌবনে সে আমাদের ঘরে মুনিস ছিল
ক্ষেত খামারে কাজ করতো া
এখন অনেক বুড়ো হয়েছে পঞ্চা ।
সেদিন লাঠি হাতে শালের জঙ্গলে
শাল পাতার চুরুট মুখে তাকে
ছাগল চরাতে দেখলাম
আলোয় মোড়া পৃথিবীর বুকের ভিতরে ।
অভাব কিছুই ছিল না তার
শুধু পেরেম মায়্যাটার জন্য বার বার
যৌবনে ফিরে হোঁচট খায় ।
যৌবনে এই পঞ্চাই বলেছিল
সে দুটা ছেলের বাপ তবু
পেরেম মায়্যাটাকে ভুলতে পারছে না ।
কেন ভুলতে পারেনি
সে প্রশ্নের উত্তর আজও খুঁজে ফিরি ।
বুড়ো পঞ্চা সরেণ আজও হয়তো
ভুলতে পারেনি ফুলমনি কিস্কুকে ।
পৃথিবীর থামেনি ঘূর্ণন
থেমে আছে মানুষের প্রেমের পিছুটান
সময়ের দেহে কিছু অস্থিরতা
জীবনের যত চুপকথা ।
মৃত্যুতো এক অদ্ভুত স্থিতি
পৃথিবী ঘুরছে ঠিকই
ফেলে রেখে যাচ্ছে
অসংখ্য মায়্যা মরদের প্রেমের খোলোস
*****************************